Environment Science


পরিবেশ বিদ্যার উপর ২৫টি প্রশ্নের সেট। সঙ্গে উত্তর। এই প্রশ্নোত্তর  
রেল, ব্যাঙ্ক, কেপিএস, টেট, গ্রুপ সি ও ডি সহ বিভিন্ন পরীক্ষার জন্য প্রয়োজনীয়। 
১৷নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অম্লঅ্যাসিডের সাথে যুক্ত নয়?
ক)কার্বন মনোক্সাইড খ)সালফার ডাইঅক্সাইড গ)নাইট্রোজেনের অক্সাইড সমূহ
২৷ওজন স্তরের সবচেয়ে বেশী ক্ষতি করে কে?
ক)o2  খ)co2  গ)CFC
৩৷ওজোনস্তর ক্ষীনকারি পদার্থ গুলির নিয়ন্ত্রনের জন্য স্বাক্ষরিত প্রোটোকল হল
ক)মন্ট্রিয়েল ১৯৮৭ খ)স্টকহোম ১৯৭২ গ)বসুন্ধরা সম্মেলন ১৯৯২
৪৷অ্যাজেন্ডা ২১ কর্মসূচী গৃহিত হয়
ক)স্টকহোম খ)রিও গ)রামশার সম্মেলনে
৫৷চিপকো আন্দোলন কোন রাজ্যের?
ক)মধ্যপ্রদেশ খ)উত্তরপ্রদেশ গ)অন্ধ্রপ্রদেশ
৬৷বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ
ক)একমূখী খ)দ্বিমূখী গ)ত্রিমূখী
৭৷লিন্ডম্যানের মতে শক্তির প্রবাহ প্রত্যেক খাদ্যস্তরে প্রবাহিত হয়
ক)১০% হারে খ)২০% হারে গ)৩৩% হারে
৮৷পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতি সম্মেলন হয়েছিল
ক)নয়াদিল্লীতে খ)নিউইয়র্কে গ)স্টকহোমে
৯৷জঙ্গল আমাদের কি দেয়?মাটি,জ্‌বিশুদ্ধ বাতাস-এই স্লোগান
ক)চিপকো আন্দোলনের খ)সাইলেন্ট ভ্যালি আন্দোলনের গ)নর্মদা বঁাচাও আন্দোলনের
১০৷যৌথ বন ব্যবস্থাপনা প্রথা কোথায় গৃহিত হয়?
ক)ছত্তিশগড়ে খ)উত্তরাঞ্চলে গ)পশ্চিমবঙ্গে
১১৷নিম্নলিখিত কোনটির সাথে RSPM কথাটি সম্পর্কিত?
ক)গ্যাসীয় বায়ুদূষণ খ)বায়ুদূষণ কণা আবিষ্কার গ)ধোঁয়ার মাত্রা
১২৷পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হল
ক)পাওয়ার প্রোডাকশন প্রাইস খ)পপুলেশন পভারটি পলিউশন গ)প্রিন্সিপাল অব পপুলেশন প্রবলেম
১৩৷১৯৮৬ সালে কোন আইনট গৃহিত হয়?
ক)ভারতীয় অরন্য আইন খ)বন্যপ্রাণী রক্ষা আইন গ)পরিবেশ রক্ষা আইন
১৪৷১৯৭১ সালে রামসার সম্মেলনের উদ্দেশ্য কি ছিল?
ক)অনর্বর ভূমি সংরক্ষন খ)জলাভূমি সংরক্ষন গ)মরুভূমি সংরক্ষন
১৫৷cfc ব্যবহার হয়
ক)রেডিও,টিভিতে খ)ফ্রিজ,এসিতে গ)কম্পিউটারে
১৬৷eis একটি পরিবেশ সংক্রান্ত
ক)তথ্যব্যবস্থা খ)প্রকল্প গ)প্রচার ব্যবস্থা
১৭৷পাথরের ক্যান্সারের কারন
ক)অতিবেগুনী রশ্মি খ)গ্রীনহাউস গ্যাস গ)অম্লবৃষ্টি
১৮৷মোটরযান থেকে নির্গত ধাতব দূষনের অন্যতম
ক)পারদ খ)সীসা গ)ক্যাডমিয়াম
১৯৷হিরোশিমায় নিক্ষিপ্ত বোমায় কোন তেজষ্ক্রিয় রশ্মি ব্যবহৃত হয়েছিল?
ক)ইউরেনিয়াম২৩৫ খ)প্লুটেনিয়াম২৩৯ গ)ইউরেনিয়াম২৩৩
২০৷মিনামাটা বিপর্যয়ের জন্য দায়ী কারখানাটির নাম
ক)চীজ কর্পোরেশন খ)ইউনিয়ন কার্বাইড গ)হরিহর পলিফাইবার্স লিঃ
২১৷কোন তৈল শোধনাগারের বায়ুদূষন থেে তাজমহল ক্ষতিগ্রস্থ হচ্ছে
ক)মথুরা খ)ডিগবয় গ)বারাউনি
২২৷অবিঘনক্ষম দূষকের উদাহরন
ক)প্লাস্টিক খ)কাগজ গ)কাঠ
২৩৷কোন জাতীয় কীটনাশক জীবদেহে প্রবেশ করে জীববিবর্ধন ক্রিয়ায় জীবের মৃত্যু ঘটায়?
ক)DDT খ)BHC গ)ক্লোরিন
২৪৷পুনশ্চীকরন করা যায় এমন বর্জ্য পদার্থ হল
ক)কাগজ,কাঁচ খ)প্লাস্টিক গ)পারদের যৌগ

উত্তর-১৷ক ২৷গ ৩৷ক ৪৷খ ৫৷খ ৬৷ক ৭৷ক ৮৷গ ৯৷ক ১০৷গ ১১৷খ ১২৷খ ১৩৷গ ১৪৷খ ১৫৷খ ১৬৷ক ১৭গ ১৮৷খ  
       ১৯৷ক ২০৷ক ২১৷ক ২২৷ক ২৩৷ক ২৪৷ক
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment