Computer Awareness





কম্পিউটারের বিবর্তন

> Computer শব্দটির উৎস ল্যাটিন শব্দ Computerae
> ১৬১৩ খ্রিঃ - কম্পিউটার শব্দটির প্রথম ব্যবহার ঘটে।
> ১৮২২ খ্রিঃ - যান্ত্রিক কম্পিউটারের জন্ম। উদ্ভাবন করেন চার্লস ব্যাবেজ (১৭৯১ - ১৮৭১)। এসময়   কম্পিউটার হিসাব গণণার কাজে ব্যাবহৃত হত। 
> ১৯৩৮ খ্রিঃ - বিন্‌রে প্রোগ্রাম যুক্ত প্রথম কম্পিউটারের আবির্ভাব। নাম Z1তৈরী করেন Konrad Zuse (jarman)
> ১৯৪২ খ্রিঃ - প্রথম কমার্শিয়াল কম্পিউটারের আবির্ভাব। নাম Z4তৈরী করেন Konrad Zuse (jarman)
> ১৯৫১ খ্রিঃ - আধুনিক কম্পিউটারের প্রথম উদ্ভব
> ১৯৫৫ খ্রিঃ - র‍্যামযুক্ত প্রথম কম্পিউটারের জন্ম।  Z - 22
> ১৯৬০ খ্রিঃ - বাজারে আসে প্রথম মিনি কম্পিউটার PDP - 1
> ১৯৬৪ খ্রিঃ - বাজারে আসে প্রথম ডেস্কটপ কম্পিউটার programma 101আবিষ্কার করেন Pier Giorgio Perotto
< ১৯৭০ খ্রিঃ - কম্পিউটারে প্রথম চিপস ব্যবহার করা হয়। এবং মাইক্রোপ্রসেসর ও পার্সোনাল কম্পিউটারের জন্ম।
> ১৯৭১ খ্রিঃ - বাজারে আসে প্রথম মাইক্রোপ্রসেসর Intel 4004
> ১৯৭৩ খ্রিঃ - তৈরী হয় প্রথম মাইক্রো কম্পিউটার। ব্যবহৃত হয় Intel 8008 প্রোসেসর।
> ১৯৭৫ খ্রিঃ - তৈরী হয় প্রথম পার্সোনাল কম্পিউটার।
> ১৯৭৫ খ্রিঃ - বাজারে আসে ৫" স্ক্রিন, .৯ মেগা হার্জ প্রসেসর ও ৬৪ কেবি র‍্যাম বিশিষ্ট প্রথম ল্যাপটপ। নাম IBM 5100
> ১৯৭৬ খ্রিঃ - বাজারে আসে অ্যাপেলের প্রথম কম্পিউটার Apple 1
> ১৯৮৪ খ্রিঃ - অ্যাপেলের ম্যাকিনটস কম্পিউটারের জন্ম হয়
> ১৯৯২ খ্রিঃ - তৈরী হয় প্রথম মাল্টিমিডিয়া কম্পিউটার। 



ডিভাইস

> ইনপুট ডিভাইস - কী বোর্ড, মাউস, জয় স্টিকস্‌, স্ক্যানার, মাইক, ওয়েবক্যাম, ডিজিট্যাল ক্যামেরা ইত্যাদি।
> আউটপুট ডিভাইস - মনিটর, গ্রাফিক্স কার্ড, প্রিণ্টার, স্পীকারস ইত্যাদি।
> ষ্টোরেজ ডিভাইস - ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি রম, ডিভিডি রম, পেন ড্রাইভ, এস এস ডি ইত্যাদি। 


সিস্টেম ইউনিট

> মাদার বোর্ড - মেইন বোর্ড বা সিস্টেম বোর্ড নামেও পরিচিত। এটি প্রধানত প্রিণ্টেড বোর্ড হয়। এতে প্রসেসর যুক্ত   থাকে বলে একে 'সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা CPU বলা হয়। এই CPU হল কম্পিউটারের মস্তিষ্ক।  
> র‍্যাম (RAM) - এটি একটি Volatile Memoryপুরো নাম Random Access Memoryকোন কিছু Save   করার সময় তথ্য Ram থেকে Hard Disk এ সঞ্চিত হয়।
> রম (ROM) - পুরো নাম Read Only Memoryএটি একটি Non Volatile Memoryরম BIOS (Basic   Input Output System) কে গ্রহণ করে।
> সিস্টেম ইউনিটে যুক্ত অন্যান্য যন্ত্রাংশ হল - এক্সপেন্সন স্লটস্‌, পোর্টস, SMPS
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment