বায়োলজি - কিছু প্রশ্নোত্তর

১৷কোন বিঞ্জানী মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন?
ক)লিউয়েনহুক খ)উইলিয়াম হার্ভে গ)লুই পাসতুর
২৷কোষতত্ব আবিষ্কার করেন
ক)রবার্ট হুক খ)রবার্ট কখ গ)স্নেইডেন ও সোয়ান
৩৷জিনতত্বের জনক বলা হয়
ক)ম্যান্ডেল খ)ডারউইন গ)ল্যামার্ক
৪৷জেনেটিক কোড আবিষ্কার করেন
ক)লিনিয়াস খ)জগদীশ চন্দ্র বসু গ)হরগোবিন্দ খোরানা
৫৷সালোকসংশ্লেশ কারী অঙ্গানু হল
ক)ক্লোরোপ্লাস্ট খ)নিউক্লিয়াস গ)নিউক্লিওলাস
৬৷১ কিলো ক্যালরি সমান
ক)১০০ ক্যালরি খ)১০০০ ক্যালরি গ)১০০০০ ক্যালরি
৭৷মাকড়সার শ্বাস অঙ্গের নাম
ক)ফুলকা খ)শ্বাসছিদ্র গ)ফুসফুসবই
৮৷কোন প্রাণীর ফুসফুসের সাথে এয়ারস্যাক যুক্ত থাকে?
ক)পায়রা খ)চিতাবাঘ গ)ঘোড়া
৯৷রক্তে গ্লুকোজের পরিমান স্বাভাবিক রাখতে সাহায্য করে
ক)গ্ল্যাইসিন খ)গ্ল্যাইকোজেন গ)গ্ল্যাইমিন
১০৷রক্তক্ষরন প্রতিরোধ করে কোন ভিটামিন?
ক)ডি খ)ই গ)কে
১১৷মানুষের মুখবিবরে পরিপাক হয় কোন খাদ্যের?
ক)শর্করা খ)প্রোটিন গ)ফ্যাট
১২৷মানুষের পাকস্থলিতে পরিপাক হয়
ক)শর্করা ও প্রোটিন খ)প্রোটিন ও ফ্যাট গ)ফ্যাট ও শর্করা
১৩৷রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে কি হয়?
ক)পলিসাইকিমিয়া খ)অ্যালিগোসাইকিমিয়া গ)লিউকিমিয়া
১৪৷o2, co2 বহন করা কোন রক্তকণিকার কাজ?
ক)লোহিত রক্তকণিকা খ)শ্বেতরক্তকণিকা গ)অণুচক্রিকা
১৫৷ O বিভাগ রক্ত সম্পন্ন এক ব্যক্তি রক্তদান করতে পারে
ক)O, AB বিভাগকে খ)A, B বিভাগকে গ)সবকটিকে
১৬৷মানুষের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে সময় লাগে
ক)৩০-৫০ সেকেন্ড খ)৩-৪ মিনিট গ)১০-১৫ মিনিট
১৭৷ডাটুরিন উপক্ষার কোন গাছ থেকে পাওয়া যায়?
ক)সর্পগন্ধা খ)তামাক গ)ধুতুরা
১৮৷কেঁচোর গমন পদ্ধতিকে কি বলে?
ক)সিটা খ)লুপিং গ)ক্রিপিং
১৯৷ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর রেচন অঙ্গ?
ক)আরশোলা খ)চিংড়ি গ)শামুখ
২০৷Energy Currency বলা হয়
ক)ADP  খ)ATP  গ)NADP

উত্তরঃ ১৷খ ২৷গ ৩৷ক ৪৷গ ৫৷ক ৬৷খ ৭৷গ ৮৷ক ৯৷খ ১০৷গ
১১৷ক ১২৷খ ১৩৷গ ১৪৷ক ১৫৷গ ১৬৷খ ১৭৷গ ১৮৷গ ১৯৷ক ২০৷খ


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

2 comments: